Saturday, January 19, 2013

fotogolo

Friday, January 18, 2013

foto

Sunday, January 6, 2013

ফুল নেব না


ফুল নেব না

ফুল নেব না
এইচ এম শরীফ উল্লাহ
______________________
অচেনা ফুল তোমায় নিয়ে স্বপ্ন আঁকি
মনের কোনে ভালোবাসার ঝলক দেখি;
সযতনে তোমায় নিয়ে কল্প-লোকে
ওষ্ঠদ্বয়ে উঞ্চ ছোঁয়ার ইচ্ছে বুকে।
মনের ঘরে তোমার খুঁজে ব্যস্ত আঁখি
প্রজাপতির ডানা মেলে ইচ্ছে পাখি;
সাত-সমুদ্র সপ্ত আকাশ পাড়ি দিয়ে
তোমার সাথে মিলবে মম প্রণয় টিয়ে।
ফুল নেব না, সুখ নেব না, তোমায় ছাড়া
তুমি হীনা জীবন রাজ্য তিমির ধরা;
কাজল আঁখি, পাপড়ি ঠোটে মিষ্টি হাসি
ফুল ফোটাব তোমার গাছে রাশি রাশি।
তিমির রাজ্য ভরিয়ে দেব প্রাণের আলোয়
সুখ পাখিটা বন্দি রাখব প্রণয় মালায়;
স্বপ্ন-রাঙা পাল উড়িয়ে অনেক দূরে
তোমার নায়ে পৌঁছে যাব মধুপুরে।
———————
১৩ নভেম্বর, 2012
দাম্মাম।
রেটিং করুন:
Rating: 0.0/5 (0 votes cast)
Rating: 0 (from 0 votes)
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের, লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর। শব্দনীড় ব্লগ কোন লেখা ও মন্তব্যের অনুমোদন বা অননুমোদন করে না।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১২ টি মন্তব্য (লেখকের ৬টি) | ৬ জন মন্তব্যকারী

  1. ডা. দাউদ : ১৪-১১-২০১২ | ১৫:৫৬ |
    Delete
    ফুল নেব না, সুখ নেব না, তোমায় ছাড়া
    তুমি হীনা জীবন রাজ্য তিমির ধরা;
    কাজল আঁখি, পাপড়ি ঠোটে মিষ্টি হাসি
    ফুল ফোটাব তোমার গাছে রাশি রাশি।
    জয় প্রেমের জয় Yes
  2. নাজমুল হুদা : ১৪-১১-২০১২ | ২২:১৯ |
    Delete
    ছড়ার মত কবিতা। পড়তে বড়ই সহজ সরল আর আনন্দদায়ক। কিন্তু গভীরে যেন আরও কিছু আছে! আছে যেন কিছু না-বলা কথা!!